বগুড়ার ধুনটে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনটি পূজা মন্ডুপ পরিদর্শন ও পরিষদের পক্ষে থেকে আর্থিক সহায়তা করেছেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের।
বুধবার সন্ধ্যায় রাতে ইউপি সদস্যদের সাথে নিয়ে ইউনিয়নের পীরহাটি সাহাপাড়া মন্দির, মথুরাপুর কেন্দ্রীয় দুর্গা মন্দির ও জোলাগাঁতী সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং পূজা মন্ডপের সার্বিক খোঁজখবর নেন ও পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করে তাঁদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি মথুরাপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নগদ অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।
মতবিনিময় কালে ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের পীরহাটি সাহা পাড়া মন্দির, মথুরাপুর সার্বজনীন দূর্গা মন্দির, জোলাগাঁতী মন্দির সংলগ্ন রাস্তা সংস্কারের বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত তা সংস্কারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সাইদুর রহমান, আমিরুল ইসলাম, মাসুদ রানা, আয়নুল হক, আশরাফ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য আমিনা খাতুন, হাসিনা খাতুন, নাসরিন বেগম, উদ্দোক্তা রাকিবুল হাসান, শ্রী পিন্টু সাহা, শ্রী অলিপ কুমার, শ্রী সাধু সাহা, শ্রী নয়ন সাহা, শ্রী লিটন সাহা, প্রেম কুমার প্রমুখ।