বগুড়ার ধুনটে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে কৃষকদের মাঝে একটি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইনতেফা কোম্পানির পরিবেশক সজীব হোসেনের কার্যালয় থেকে এই গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় ১০০ জন কৃষকের মাঝে ফলজ ও বনজ ২০০ টি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা মো: ছামিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন ইনতেফা কোম্পানির ডেপুটি এরিয়া ম্যানেজার ছানোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, টেরিটোরি অফিসার সহ স্থানীয় পরিবেশক সজীব হোসেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে গাছ রোপনের কোন বিকল্প নেই। আমাদের প্রত্যেক এর উচিত প্রতিবছর কমপক্ষে দুইটি করে চারা রোপন করা। গাছ আমাদের পরম বন্ধু। গাছের কারনেই আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়। তাই গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।