অক্টোবর ১, ২০২৫ ১২:৪৬ এএম

ধুনটে জমি নিয়ে বিরোধে নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম

বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুই নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিপক্ষের এ হামলার ঘটনায় আহতরা হলেন- জোড়শিমুল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আশাদুল ইসলাম (৫৫), তার স্ত্রী মুন্নি খাতুন (৪৯), বৃদ্ধা মা মনেদা খাতুন (৭০), দুই ভাই কাজেম (৫৬) ও ঠান্ডু মিয়া (৫৫)। তাদের মধ্যে কাজেম ও ঠান্ডু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আশাদুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নামে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আসাদুল ইসলাম কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া বাজারের উত্তর পাশে ৯ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন যাবত চাষাবাদ করে আসছিলেন। ঘটনার দিন শনিবার সকালে আশাদুল ইসলাম ক্রয়কৃত ওই জমিতে হালচাষ করতে যান। এসময় জমিজমা সংক্রান্ত  পূর্ব শত্রুতার জের ধরে আড়কাটিয়া গ্রামের মৃত আবুল হোসেন প্রাং এর ছেলে মোছাব্বের প্রাং বেঙ্গু ও তার ভাই মুকুল হোসেন সহ তাদের সহযোগীরা বাঁধা দেয়। আশাদুল ইসলাম হালচাষে বাঁধা দেওয়ার কারণ জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন তার উপর চড়াও হয়ে তাকে মারপিট শুরু করে। এসময় তার স্ত্রী মুন্নি খাতুন বাঁচাতে এগিয়ে গেলে তাকেও হত্যার উদ্দেশ্য দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে। আঘাতে মুন্নী খাতুন পড়ে গেলে পুনরায় তারা এলোপাতাড়ি ভাবে শাবল দিয়ে কোপাতে থাকে। আশাদুল ইসলামের দুই ভাই কাজেম ও ঠান্ডু মিয়া এগিয়ে আসলে প্রতিপক্ষ মোছাব্বেরের লোকজন রাম দা দিয়ে তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় আশাদুলের বৃদ্ধা মা মনেদা আঘাতপ্রাপ্ত হন। পরে আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কাজেম ও ঠান্ডু মিয়াকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আড়কাটিয়া গ্রামের বাসিন্দা মোছাব্বের ও তার লোকজন স্থানীয় এক বিএনপি নেতার ইন্ধনে তাদের কেনা সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিলো। তারা নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে জমিতে চাষাবাদ করতে নিষেধ করতো। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশী বৈঠকও বসে। কিন্তু কোনো সমাধান হয়নি। এরই জেরে মূলত তারা আশাদুল ইসলাম জমিতে হালচাষ করতে আসলে আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে একই পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে জখম করে।

এ বিষয়ে মোছাব্বের প্রাং জানান, আশাদুল ইসলাম শনিবার আমাদের জমিতে হালচাষ করতে আসলে আমরা বাঁধা দেই। একপর্যায়ে ওরা আমাকে ও ছোট ভাই মুকুলকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা চিকিৎসাধীন আছি। একটু সুস্থ হয়ে উঠে থানায় লিখিত অভিযোগ করবো।

ধুনট থানার ডিউটি অফিসার এসআই আমিনা জানান, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print