বগুড়ার ধুনটে ৩ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে ভুক্তভোগীর বাবা। সোমবার (১ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়। তবে আসামি আবু কালাম (৫৫) পালিয়ে যাওয়ায় এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট সকাল ৭টায় উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামে বাদীর ৩ বছর বয়সের শিশুকন্যা নিজ বাড়িতে খেলা করছিল। এসময় প্রতিবেশী মৃত আলতাব আলীর ছেলে আবু কালাম (৫৫) বিস্কুট দেবার কথা বলে ওই শিশুকে কোলে তুলে নিজ বাড়ীতে নিয়ে যায়। পরে শিশুটির মা মেয়েকে আনতে ওই বাড়িতে যায়। গিয়ে ঘরে ঢুকতেই দেখতে পান আবু কালাম তার শিশুকন্যাকে ধর্ষণ করছে। এসময় তিনি চিৎকার দিলে কালাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনার পর ভুক্তভোগীর শিশুর স্বজনরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। বর্তমানে শিশুটি সংকটাপন্ন অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। আবু কামাল ঘটনাটি অর্থের বিনিময়ে ধামাচাপা দিতে ভুক্তভুগী পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে বলেও জানান শিশুটির বাবা।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, শিশু ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
