ডিসেম্বর ১, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ

ধুনটে প্রতিবেশী তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার 

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার ধুনটে প্রতিবেশী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ দায়ের করা মামলায় মিনু সরকার (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার সকালে ধুনট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিনু সরকার উপজেলার চিকাশি ইউনিয়নের পারলক্ষীপুর গ্রামের আবুল কালাম সরকারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ওই তরুণীর সাথে প্রতিবেশী যুবক মিনুর ৩ মাস আগে থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সময়ের মধ্যে বিয়ের কথা বলে মিনু সরকার ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করে। গত ৭ জুলাই ওই তরুণীর বাসায় তার বাবা-মা না থাকার সুযোগে মিনু সরকার ওই তরুণীর ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ওই তরুণী বিয়ের কথা বললে মিনু সরকার বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয় এবং তরুনীকে গালিগালাজ করে। একপর্যায়ে ওই তরুণী বিষয়টি পরিবারকে জানায়। পরে ওই তরুণীর বাবা মিনুর পরিবারকে বিয়ের প্রস্তাব পাঠায় কিন্তু মিনুর পরিবার কর্নপাত না করায় শনিবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, ধর্ষণ মামলার আসামি মিনুকে গ্রেপ্তারের পর বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print