মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি ও শিক্ষকদের সার্বিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে বগুড়ার ধুনটে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
রবিবার বিকেল ৫ টার দিকে ধুনট পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রধান শিক্ষক আব্দুস ছোবাহানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সামছুল হক সরকারের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশন সভা অনুষ্ঠিত হয়।
এতে সকলের সর্বসম্মতিক্রমে বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছোবাহানকে সভাপতি, বলারবাড়ি ও মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হককে সাধারণ সম্পাদক ও পূর্ব হাঁসাপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিককে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা।
এসময় প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, আয়নুল হক, রেজাউল করিম, আমিমুল ইহসান, শফিকুল ইসলাম শামীম, নাজনীন আরা বেগম, খালেদা খাতুন, সহকারি শিক্ষক সমাজ ধুনট উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম হায়দার, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মানিক ও নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।