বগুড়ার ধুনটে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার ৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার গোসাইবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বিকেলে গোসাইবাড়ি ডিগ্রি কলেজ মাঠে ওই এলাকার আব্দুস সালামের ছেলে নাইম সঙ্গীদের সাথে ফুটবল খেলতে গেলে একই এলাকার জাহিদুল ইসলাম বাবলুর ছেলে আব্দুল্লাহ ও তার অনুসারীরা খেলতে বাধা দেন। এঘটনায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুস সালামের ছেলে নাইম ও প্রতিপক্ষ গ্রুপের শাহ আলমের ছেলে শাকিলসহ ৫ জন আহত হয়েছেন।
নাইমের মা জানান, দীর্ঘদিন ধরে আমার ছেলে নাইমকে একই এলাকার জাহিদুল ইসলাম বাবলুর ছেলে আব্দুল্লাহ নাগরিক ঐক্য নামে একটি রাজনৈতিক দলের বিভিন্ন মিছিল মিটিংয়ে যেতে চাপ দিয়ে আসছিলো। তার প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার বিকেলে আমার ছেলে ফুটবল খেলার জন্য মাঠে যাওয়া মাত্র ওরা পরিকল্পিতভাবে মাঠের মধ্যে প্রবেশ করে আব্দুল্লাহর হাতে থাকা ধারালো অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। আঘাতটি লক্ষভ্রষ্ট হয়ে আমার ছেলের বাম পাশের কানে লেগে গুরুতর রক্তাক্ত কাটা জখম প্রাপ্ত হয়। পরে ডাক্তার কর্তৃক তিনটি সেলাই দেওয়া হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।
আব্দুল্লাহর বাবা জানান, রাজনৈতিক প্রতিহিংসার জেরে নাইম ছাত্রলীগের ছেলেদের নিয়ে আমার ছেলে ও তার বন্ধুদের উপর হামলা করে। তাদের হামলায় সিয়াম, বিপ্লব, পলাশ, নাইমসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন তারা একটু সুস্থ হলেই মামলা করা হবে।
ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ জানান, খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আহতরা মেডিকেলে ভর্তি আছে। এক পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।