ডিসেম্বর ১, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ণ

ধুনটে বেহাল রাস্তার হাল ফেরাতে ইউএনও বরাবর স্মারকলিপি

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার ধুনট-গোসাইবাড়ী সড়কে অতি ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

শনিবার স্থানীয় সামাজিক ও ছাত্রকল্যাণমূলক সামাজিক সংগঠন দর্পণ এর নেতৃবৃন্দ ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধুনট-গোসাইবাড়ী সড়কটি উপজেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, হাসপাতালসহ নিত্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করে থাকেন। কিন্তু বর্তমানে সড়কটির অবস্থা এতটাই নাজুক যে, চলাচল কার্যত অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে ভেঙে খানা খন্দের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। ‎স্মারকলিপিতে আরও বলা করা হয়, যমুনা নদী থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন এবং ভারী ট্রাক, ট্রাক্টর ও ডাম্পার দিয়ে সেই বালু পরিবহনের কারণে সড়কটির এই বেহাল দশার সৃষ্টি হয়েছে। এর ফলে নদীর প্রাকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে এবং নদী তীরবর্তী কৃষিজমি ধ্বংসের সম্মুখীন হচ্ছে।

সামাজিক ও ছাত্রকল্যাণ সংগঠন ‘দর্পণ’ এর সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান বলেন, আমরা যমুনা নদী সংলগ্ন অঞ্চলসমূহে বালু উত্তোলন বন্ধ, ভারী যান চলাচলের উপর নির্দিষ্ট নিয়ন্ত্রণ আরোপ, ধুনট-গোসাইবাড়ী সড়ক জরুরী ভিত্তিতে সংস্কার ও প্রশস্তকরণ এবং পরিবেশ সংরক্ষণের দাবিতে এ স্মারকলিপি দিয়েছি। ‎তিনি আরও বলেন, বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। পিচ ঢালাই উঠে গিয়ে সড়ক কাঁচা রূপ ধারণ করেছে। এতে করে শিক্ষার্থীদের যাতায়াত, রোগী পরিবহন ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে ধুনট-গোসাইবাড়ী সড়কটির সংস্কারের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠন। তবুও বেহাল রাস্তার হাল ফিরছে না কিছুতেই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print