ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ণ

ধুনটে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৫ ফার্মেসিকে জরিমানা

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ার ধুনটে ফার্মেসি দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচটি দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল এ অভিযান চালান। এসময় ঔষধ প্রশাসন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মরুময় সরকার সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল জানান, বুধবার বিকেলে ধুনট বাজার ও এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ঔষধ ফার্মেসী দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, ড্রাগ লাইসেন্স হালনাগাদ না থাকা, এন্টিবায়োটিক ঔষধের রেজিস্টার সংরক্ষণ না করা ও বিক্রয়ের জন্য ফিজিশিয়ান স্যাম্পল রাখার অপরাধে পাঁচজন ঔষধ বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

তিনি আরও জানান, ফিজিশিয়ান স্যাম্পল মূলত চিকিৎসকদের বিনামূল্যে প্রদানের জন্য ওষুধ কোম্পানিগুলো সরবরাহ করে থাকে। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এই স্যাম্পল বাজারে বিক্রি করে বেআইনিভাবে লাভবান হচ্ছেন। জব্দকৃত ঔষধ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এছাড়াও তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং স্বাস্থ্যখাতে অনিয়ম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print