বগুড়ার ধুনটে বৈদ্যুতিক সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল করিম (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার কালেরপাড়া ইউনিয়ের উত্তর কান্তনগর বাঁশহাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মাদার দহপাড়া এলাকার মৃত রইছ উদ্দিন প্রামাণিকের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক আব্দুল করিম ধান ক্ষেতে সেচ দিতে একই গ্রামের মোজাফফর রহমান নামে এক কৃষকের বৈদ্যুতিক সেচ পাম্পে যান। এসময় তিনি বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে সুইচ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে সেচ পাম্পের পাশে দিয়ে স্থানীয় এক মহিলা নিজ গন্তব্যে যাওয়ার সময় সেচ পাম্পের পাশে আব্দুল করিমকে পড়ে থাকতে দেখতে পেয়ে তার ছেলে রুবেলকে খবর দেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম এতথ্য নিশ্চিত বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।