মে ৭, ২০২৪ ২:০৭ এএম

ধুনটে ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে কে,জি স্কুল অ্যাসোসিয়েশন আয়োজিত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের-২০২৩ সালের বৃত্তি পরিক্ষায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা ডিগ্রী কলেজ, সোনাহাটা উচ্চ বিদ্যালয়, সোনাহাটা আলহাজ্ব কেরামত উল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩টি কেন্দ্রে ৬৪৫ জন ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন করে। এতে ১ম শ্রেণী থেকে বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করে ১৫৫ জন, ২য় শ্রেণীর ১৬০ জন, ৩য় শ্রেণীর ১০৩ জন, ৪র্থ শ্রেণীর ১০৩ জন, ৫ম শ্রেণীর ১২৬ জন। অংশগ্রহনকারী বিদ্যালয় গুলো হলো টিউলিপ পাবলিক কে,জি স্কুল, দ্যা ট্যালেন্ট কে,জি স্কুল, নাংলু আদর্শ কে, জি স্কুল, এম,এস আইডিয়াল কে,জি স্কুল, বাগবাড়ী কিন্ডার গার্টেন একাডেমী, এমএস, কে,জি স্কুল, দারুল কোরআন মডেল মাদ্রসা, কচিকন্ঠ কে,জি স্কুল, ব্রাইট ফিউচার মাল্টিমিডিয়া স্কুল, সরুগাম আদর্শ কে,জি স্কুল, চাইল্ড কেয়ার কে,জি স্কুল, দি ট্যালেন্ট কে,জি স্কুল, কোলাকোপা প্রি-ক্যাডেট স্কুল, কোলাকোপা মডেল পাবলিক স্কুল।

পরীক্ষা চলাকালিন হল পরিদর্শন করেন উত্তর ধুনট কে,জি এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মামুনুর রশিদ মামুন, পরিচালক আজিজুল হক রঞ্জু (বিএসসি-বিএড), সচিব আব্দুর রাজ্জাক রাসেল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক মন্ডলীরা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print