নওগাঁর পত্নীতলায় দীর্ঘ প্রায় ১৭ বছর পর আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে এই টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর বিকেলে উপজেলার নজিপুর পাবলিক মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামুইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান (জোহা)।
পত্নীতলা উপজেলা বিএনপি, নজিপুর পৌর বিএনপি, যুবদল এবং এর সহযোগী সংগঠনের আয়োজনে জাকজমকপুর্ণ এই টুর্ণামেন্টের ফুটবল প্রেমিদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভিন পলি। এছাড়াও ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিন উদ্বোধনী খেলায় রাজশাহী ফুটবল উন্নয়ন সমিতি ২-০ গোলে আরএসপি নওগাঁ দলকে হারিয়ে বিজয়ী হয়। প্রথমদিন হাজারো দর্শক খেলা উপভোগ করেন। এ খেলায় ৮টি দল অংশগ্রহণ করবে। প্রথমদিন হাজারো দর্শক খেলা উপভোগ করেন।
