ডিসেম্বর ১, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ

নওগাঁ ১৬ বিজিবির কতৃক দুইশতাধীক মোবাইলফোন সহ চোরাকারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর সীমান্তে ২২৬ টি মোবাইলফোন ও একটি মোটরসাইকেল সহ এক চোরাকারবারিকে আটক করেছে নওগাঁর ১৬ বিজিবি।

বুধবার রহনপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মহিদুল(৩৮)।

নওগাঁ ব্যাটালিয়ান (১৬বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার দিক নির্দেশনায় রহনপুর বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদ এর নেতৃত্বে বিজিবির একটি চৌকশ দল রহনপুর সীমান্তে ২২৬টি ভারতীয় মোবাই ফোন, একটি মোটরসাইকেল সহ ওই চোরাকারবারিকে আটক করা হয়েছে। মোবাইলফোনগুলি ২৬টি প্যাকেটে রক্ষিত ছিল। তিনি আরো জানান, ১৬ বিজিবির নেতৃত্বে ইতিপূর্বে বিদেশি মদ, গাঁজা, ফেনসিডিল, কাপড় সহ বিভিন্ন ধরনের বিদেশি সামগ্রী সহ অনেক বড় বড় চোরাচালান ধরা হয়েছে। এটি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print