এপ্রিল ২৭, ২০২৪ ৪:৫৬ এএম

নক্ষত্র নারী সংগঠনের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্যোক্তা মেলা

নক্ষত্র নারী সংগঠনের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্যোক্তা মেলা
নক্ষত্র নারী সংগঠনের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্যোক্তা মেলা। ছবি: এনসিএন

নারী উদ্যোক্তাদের জনপ্রিয় সংগঠন ‘নক্ষত্র নারী’ এর আয়োজনে ফাল্গুন উৎসব ও উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ৬-৭ ফেব্রুয়ারি। সেরা উদ্যোক্তা তথা ও নারী নক্ষত্রের খোঁজে দুইদিনব্যাপী এই মেলা ঢাকার ধানমন্ডিস্থ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।

সবার জন্য উন্মুক্ত এই উৎসব ও মেলায় তারকা আলাপ, উদ্যোক্তা প্রশিক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেহেদী উৎসব, চুড়ি উৎসব, ফ্যাশান শো, রাফেল ড্র, কুইজ পর্বসহ বিভিন্ন আয়োজন থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। আর মেলায় কো স্পন্সর হিসাবে থাকছে ‘সূর্যমুখী ইভেন্ট সলিউশন’।

জানতে চাইলে নক্ষত্র নারী সংগঠনের সভাপতি শাহনাজ ইসলাম জানান, ‘সারাদেশের উদ্যোক্তাদের নিয়ে ২ (দুই) ব্যাপী এই উৎসবে তাদের পণ্য প্রদর্শনী করা হবে। মেলায় সর্বমোট ৪৮ টি স্টল থাকবে।

এখানে যারা অংশ নিতে চান তারা লিখিত আকারে তাঁদের গল্প শেয়ার করতে হবে। তাঁদের গল্প ও পণ্য প্রদর্শনীর ভিত্তিতে সেরা ১০ জনকে বাছাই করা হবে। তারপর বিচারকগণ ৩ ক্যাটাগরিতে ৩ জন নক্ষত্র নারী নির্বাচন করে তাদের নগদ অর্থসহ পুরস্কৃত করা হবে। ৩ জনকেই ক্রাউন পরানো হবে এবং ক্রেস্ট ও গিফট হ্যাম্পার দেওয়া হবে। সেরা প্রথম ১০ জনের জন্যও থাকবে আকর্ষনীয় পুরস্কার। এছাড়াও অংশগ্রহণকারী সকল স্টলহোল্ডারদেরকেই ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।’

পুরস্কারের বিষয়ে জানতে চাইলে আয়োজকরা জানান, ‘সেরা উদ্যোক্তাদের ৩ জনকে নগদ ১৫ হাজার টাকা করে প্রদান করা হবে। এছাড়াও বিচারকের রায়ে সেরা ১০ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। এখানে বিচারক হিসেবে থাকবেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নারী উদ্যাক্তা।’

উল্লেখ্য, মেলা উপলক্ষে ইতিমধ্যে স্টল বুকিং শুরু হয়েছে। সারাদেশের যে কোন যে কোন নারী ও পুরুষ উদ্যোক্তা অনলাইনের মাধ্যমে স্টল বুকিং দিয়ে এ মেলায় অংশ নিতে পারবেন। স্টল বুকিং এর বিষয়ে জানার জন্য Shahnaz Islam এর অফিসিয়াল ফেসবুক পেইজ অথবা নক্ষত্র নারী সংগঠনের ফেসবুক পেজ অথবা (01310544138) এই নাম্বারে যোগাযোগ করা যেতে পারে৷

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print