সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:৪৫ পিএম

নন্দীগ্রামে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ও দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রাণীসম্পদ অফিসার কল্পনা রানী রায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মাদ তোফাজ্জল হোসেন মন্ডল, নন্দীগ্রাম থানার ওসির দায়িত্বে থাকা এসআই সাইফুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর,সাবেক উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, পৌর জামায়াতের অর্থ সম্পাদক আব্দুস সাত্তার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম উপজেলা প্রেস-ক্লাবের সেক্রেটারী আকতার হোসেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারী মনিরুজ্জামান, মডেল প্রেস ক্লাবের সেক্রেটারী জাকারিয়া লিটন, সাংবাদিক আব্দুর রউফ উজ্জল, মামুন, রাকিব বাবু, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, মহিহা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, সমবায় অফিসার ঝর্না রানী দেবনাথ, উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছার রহমান, নন্দীগ্রাম শিল্প-বণিক সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, পল্লি বিদ্যুতের এজিএম আবু হানিফ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি মাহাবুর রহমান, সড়ক ও জনপদের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, গ্রাম-আদালতের কো-অর্ডিনেটর ইয়াছিন আলী প্রমুখ।

সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। অপরদিকে আইন-শৃঙ্খলা সভা শেষে হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক আলোচনা সভা করা হয়।

আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি/সাধারণ এবং উপজেলার ৪৭টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকসহ অরো অনেকেই উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print