অক্টোবর ১৫, ২০২৫ ৩:৫১ এএম

নন্দীগ্রামে নৌকার পক্ষে পৌর আ.লীগের নির্বাচনী সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনের নন্দীগ্রামে নৌকা মার্কার পক্ষে পৌর আওয়ামী লীগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটারদের কাছে নৌকা মার্কার ব্যাপক প্রচারণার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় পৌর শহরের বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন দলটির অস্থায়ী কার্যালয়ে নির্বাচনী মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেন।

সভায় উপস্থিত শতাধিক নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও কলে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতৃত্বাধিন ১৪ দলীয় জোট মনোনীত নৌকা মার্কার প্রাথী একেএম রেজাউল করিম তানসেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বগুড়া-৪ আসনে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। ১৪ দলের নেতাকর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই। যারা দলের আদর্শ মেনে চলে তারা অবশ্যই নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। যারা নৌকা মার্কার বিজয়ের লক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন প্রত্যেকে বঙ্গবন্ধুর আদর্শের কর্মী এবং শেখ হাসিনার কর্মী।

পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বকুল হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিয়েছেন তার পক্ষেই কাজ করতে হবে। প্রার্থী যেই হোক, নৌকা মার্কার স্বার্থে দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। সকলে মিলে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে ব্যাপক প্রচারণা করে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করতে হবে।

পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান বাবলুর সঞ্চালনায় নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ, মামুনুর রশিদ, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন মিঠু, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম বকুল, আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক আব্দুল আহাদ, মাহবুবুর রহমান বিপুল, ফেরদৌস আলম, আয়নাল হক, শাহজাহান আলী, নজরুল ইসলাম, মিজানুর রহমান মিজান, আব্দুল মোমিন, দুলাল হোসেন, হযরত আলী প্রমুখ।

সভায় পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print