বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজারে অভিযান চালিয়ে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে একটি খাবার হোটেলকে ১০ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে ফার্মেসীকে ১ হাজার টাকা আর্থিক দন্ড দেওয়া হয়েছে।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, উপজেলার রনবাঘা বাজারের জিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মুনতাহা ফার্মেসী। জানা যায়, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।
এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইফতেখারুল আলম।
বিষয়টি সম্পর্কে তিনি বলেন, ‘ভোক্তাদের অধিকার নিশ্চিতে জেলার নন্দীগ্রামের একটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফার্মেসীতে মেয়াদউত্তীর্ণ ঔষধ থাকায় তাদের জরিমানা করা হয়েছে। এসময় তাদের ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।’
জনস্বার্থে আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। এদিন ভোক্তা অধিকারের অভিযান পরিচালনায় সহযোগিতা করে জেলা পুলিশের বিশেষ একটি দল।
এনসিএন/এআইএ
