ডিসেম্বর ১, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ণ

৫০ কেজি গাঁজা উদ্ধার

নন্দীগ্রামে মাদকসহ গ্রেফতার ২, ট্রাক জব্দ

নন্দীগ্রামে মাদকসহ গ্রেফতার ২, ট্রাক জব্দ
নন্দীগ্রামে মাদকসহ গ্রেফতার ২, ট্রাক জব্দ। ছবি: এনসিএন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় তল্লাশি চালিয়ে পাথর ভর্তি ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। এসময় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতারের পাশাপাশি মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

রোববার (৩১ জুলাই) ভোরে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের পৌর এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার চকমিরকামারী গ্রামের ইব্রাহীম প্রামাণিকের ছেলে তুহিন আলম (২৫) ও দাশুরিয়া এলাকার হাসেম আলীর ছেলে হাসিবুল ইসলাম (২৩)।

এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে নন্দীগ্রাম থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে পাথর বোঝায় একটি ট্রাক লালমনিরহাটের বুড়িমারী থেকে পাবনার দিকে যাচ্ছিল। সেসময় ট্রাকে তল্লাশি চালিয়ে ১০টি পোটলায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাকের চালক, হেলপার ও ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-২৫-২৯১৯) পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে লালমনিরহাটের হাতিবান্ধার মোঃ ফারুক হোসেন নামে আরেকজন পলাতক রয়েছেন বলে জানা গিয়েছে।

বিষয়টি সম্পর্কে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘ গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। এছড়াও পাথর বোঝায় ট্রাকটি থানা হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print