বগুড়ার নন্দীগ্রামে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় এক মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১ টায় উপজেলার ধুন্দার বাজার এলাকায় মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় এই জরিমানা করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় বাংলাদেশ পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর (১৪) ধারা মোতাবেক রুহুল ট্রেডার্সের স্বত্বাধিকারী আপুছাগাড়ী গ্রামের শাহাজাহান আলী’র ছেলে মোঃ রুহুল আমিন (৩৩) কে ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু।
ওই সময় নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।