বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গোয়াল ঘরের সিঁদ কেটে একটি বিদেশি জাতের গাভী চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কৃষক আমিনুর রহমান (৪২) প্রতিদিনের মতো রাতেও তার বাড়ির পাশে মাটির গোয়াল ঘরে বিদেশি ক্রস জাতের একটি গাভী বেঁধে ঘুমিয়ে পড়েন। গভীররাতে অজ্ঞাত চোরেরা গোয়াল ঘরের সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে গাভীটি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গাভীর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।
ঘটনার খবর পেয়ে নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের ধারণা, এলাকায় সক্রিয় গরু চোর চক্ররা ধারাবাহিকভাবে এই ধরনের চুরি করছে। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার ও গরু উদ্ধারের দাবি জানিয়েছেন।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, “গরু চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। আমরা গরুটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”