ডিসেম্বর ১, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ণ

নন্দীগ্রাম ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা

নন্দীগ্রাম ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা
নন্দীগ্রাম ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা। ছবি: এনসিএন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সব ভূমিহীন ও গৃহহীনদের মাথা গোঁজার ঠাই হয়েছে।

উপজেলায় কোন ভূমিহীণ আছে কি না তার জন্য মাইকিং করে ইউনিয়ন কাউন্সিল ম্বোরদের প্রত্যায়ান নেয়া হয়েছে এমনটি জানান উপজেলা নির্বাহী অফিসর শিফা নুসরাত। আশ্রয়ণ-২ প্রকল্পের তিন দফায় ৪০৪ টি ঘর বরাদ্দা হয়েছে।

বুধবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভায় এ সংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা ও জেলা প্রশাসক জিয়াউল হক।

এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা প্রকৌশলী শাহনেওয়াজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print