অক্টোবর ১৫, ২০২৫ ১১:৩৩ পিএম

নানা আনুষ্ঠানিকতায় বগুড়ায় বড়দিন উদযাপন

নানা আনুষ্ঠানিকতায় বগুড়ায় বড়দিন উদযাপন
নানা আনুষ্ঠানিকতায় বগুড়ায় বড়দিন উদযাপন। ছবি: এনসিএন

আজ ২৫ ডিসেম্বর। খ্রীষ্টান ধর্মালম্বীদের ‘বড়দিন’। বিশেষ এই দিনটিকে ঘিরে নানা আনুষ্ঠানিকতায় বগুড়ায় বড়দিন উদযাপন করেছেন খ্রীষ্টান ধর্মালম্বীরা।

রোববার সকালে বগুড়ার সদরের খান্দারের খ্রীষ্টান উপসানালয়ে অসংখ্য মানুষ সমাবেত হয়। এসময় ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বড়দিন উদযাপন শুরু করেন তারা।

দিনটি উপলক্ষে খ্রীষ্টান উপসানালয়ে কেক কাটা হয়। পরে ধর্মীয় রীতি মেনে উপসানালয়ে প্রবেশ করে যিশুখ্রীষ্টের কাছে মনবাসনা পূরণের জন্য প্রার্থনা করেন এই ধর্মের মানুষেরা। এরপর পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মিলিত হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে উৎসবে মেতে উঠেন।

নানা আনুষ্ঠানিকতায় বগুড়ায় বড়দিন উদযাপন
নানা আনুষ্ঠানিকতায় বগুড়ায় বড়দিন উদযাপন। ছবি: সজল শেখ

নতুন বছরকে রাঙিয়ে তুলতে শান্তির বার্তা জানিয়ে খ্রীষ্টিয় উপসানালয়ের সভাপতি রবার্ট রবিন মারিন্ডা বলেন, ‘আজ আমাদের সবচেয়ে আনন্দের দিন। কেননা আজকের এই দিনে বিশ্ব মানবতা ও কল্যানের বার্তা নিয়ে পৃথিবীতে আসেন যিশু খ্রীষ্ট। এজন্য বলতে চাই, আমাদের নতুন বছরটিও যেন শান্তি ও সুন্দরভাবে যাপন করতে পারি।’

যিশুখ্রীষ্টের কাছে প্রার্থনা জানাতে এসেছেন অনামিকা। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আজকের দিনটিতে আমরা গীর্জায় সমাবেত হয়ে যিশুখ্রীষ্টের কাছে প্রার্থনা করছি। যেন আমাদের আগামী দিনগুলো সুন্দর ও নিরাপদে যাপন করতে পারি। আমরা এই দিনটার জন্য সারাবছর অপেক্ষা করি। বড়দিনে সবাই একত্রিত হয়ে আনন্দ-উল্লাস করি।’

বড়দিনে অনেক পরিবারে কেক তৈরী করা হয়েছে। পাশাপাশি নানা খাবারের আয়োজন করা হয়েছে। যা দিয়ে অতিথিদের অ্যাপায়ন করা হচ্ছে।

এদিকে শহরের গীর্জাগুলোতে নিরাপত্তার লক্ষে পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সাথে সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও গীর্জায় অবস্থান নিয়েছে।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print