অক্টোবর ১৪, ২০২৫ ১১:৩৮ পিএম

নারী ওয়ানডে বিশ্বকাপ: কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Oplus_16908288
Oplus_16908288

নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে নিজেদের চতুর্থ ম্যাচে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।

সোমবার (১৩ অক্টোবর) ভারতের ভিশাখাপাটনামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়। এর আগে, আসরের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও, পরের দুই ম্যাচ হেরে দিশেহারা বাংলাদেশ নারী দল।

শেষ ২ ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর এবার টাইগ্রেসদের লক্ষ্য প্রোটিয়াদের বধ করে জয়ে ফেরা।

অন্যদিকে, ৩ ম্যাচ খেলে ২ ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে ফুরফুরে মেজাজেই আছে দল। জয়ের ধারা অব্যাহত রাখতেই লাল-সবুজদের বিপক্ষে মাঠে নামবে প্রোটিয়ারা। ৪ পয়েন্ট নিয়ে তালিকার ৪ নাম্বারে আছে তারা। আর ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের অবস্থান ৬ নাম্বারে।

উল্লেখ্য, ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ বার খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৩ বার জয়ের দেখা পেয়েছে। বাকী ১৮ ম্যাচে হেরেছে টাইগ্রেসরা। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ঐ সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়।

বাংলাদেশ দল:

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আকতার নিশি ও সুমাইয়া আকতার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print