ডিসেম্বর ১, ২০২৫ ১১:৩৮ পূর্বাহ্ণ

নির্বাচনে দায়িত্ব পালন করা বগুড়ার সাবেক এসপি ওএসডি

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা বগুড়ার সাবেক পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি) আলী আশরাফ ভূঞাকে ওএসডি করা হয়েছে।

মঙ্গলবার এক প্রজ্ঞাপণে এ ব্যাপারে জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।

আলী আশরাফ ভূঞা মো. আলী আশরাফ ভূঞা ২০১৮ সালের মার্চ মাসে বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের আগস্ট মাসে, বগুড়ার বিদায়ী পুলিশ সুপার হিসেবে আলী আশরাফ ভূঞাকে ফুলেল শুভেচ্ছা ও লাল দড়ি দিয়ে গাড়ি টেনে বিদায় জানানো হয়। এরপর তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন।

তবে, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে তার ভূমিকাকে কেন্দ্র করে তার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করা হয়।

আজকের প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print