রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ১৬ অক্টোবর সামনে চলছে প্রচার – প্রচারণা।
সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের প্রার্থীরা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ বারবার পিছানোর কারণে প্রার্থী ও ভোটার মধ্যে এক ধরনের বিষাদ কাজ করলেও পূজা ছুটির পরে আবার আমেজ ফিরে এসেছে নির্বাচনে।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, “বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পোষ্যকোটা যে টা মীমাংসিত ইস্যু বারবার সামনে এনে বিশ্ববিদ্যালয়ের ভোটের আমেজ নষ্ট করছে। আমার মনে হচ্ছে ১৬ তারিখ নির্বাচন হবে কিনা কারণ তাদের দাবি তো আদায় হয়নি তারা আবার নেমে যাবে। আবার তারা আন্দোলনে নামলে ভোটের আমেজ হারিয়ে যাবে। তবে গতকালের চেয়ে আজকে প্রচারণা অনেক টা বেশি দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা আসতেছে বাসা থেকে ক্যাম্পাস আবার আগের মতো আনন্দ মুহুর্ত সৃষ্টি হয়েছে”।
ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার জানান, “ছুটিতে দীর্ঘ একটা গ্যাপ পড়ে গিয়ে ছিলো কিন্তু আবার সেই আমেজ ফিরে এসেছে এটা অনেক ভালো লাগছে। আমরা আবারও চেষ্টা করছি, ব্যালট নম্বর মুখস্ত করানোর জন্য। আমাদের এই কাজ চলতেই থাকবে”।
নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে জানতে চাইলে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন বলেন, আমরা শিক্ষার্থীদের খুব সারা পাচ্ছি, তাদের কথা শুনতেছি, তাদের দাবি গুলো বলতেছে সে গুলোকে আমরা আমলে নিতেছি। আমি মনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি হলো শিক্ষার্থীদের জন্য রাজনীতি তো এটা মাথায় রেখে আমরা কাজ করছি।একটা সংশয় থেকে যায় প্রশাসনের জন্য একটা মীমাংসিত ইস্যু নির্বাচনের আগে নিয়ে আসা এটা প্রার্থী ও ভোটাদের মধ্যে সংশয় সৃষ্টি করে তাই প্রশাসন কে বলতে চাই একটা মীমাংসিত ইস্যু সামনে এনে নির্বাচন বানচালের চেষ্টা করবেন না।