ডিসেম্বর ১, ২০২৫ ৮:১০ পূর্বাহ্ণ

নির্যাতন ও হত্যার বিচার চায় আদিবাসীরা, ৭ দফা দাবি

আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ের সংগঠন জাতীয় আদিবাসী পরিষদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া থেকে আবারও সাত দফা দাবি জানিয়েছেন নেতারা। 

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়, স্বাধীন ভূমি কমিশন গঠনসহ গাইবান্ধায় তিন সাঁওতাল হত্যার বিচার, জাতীয় সংসদে সমতলের আদিবাসীদের প্রতিনিধির সাংবিধানিক আসন বরাদ্দ, সরকারি চাকরিতে কোটা ভিত্তিক এবং উচ্চশিক্ষায় কোটা বাস্তবায়নে ৭ দফা দাবি উত্থাপন করা হয়। এছাড়া আদিবাসী নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নি সংস্থাপনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

বুধবার সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা আয়োজন করে জেলা জাতীয় আদিবাসী পরিষদ। সংগঠনের প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেনসহ প্রয়াত বর্ষীয়ান আদিবাসী নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জেলা আদিবাসী পরিষদের সভাপতি সন্তোষ সিং বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ।

সাত দফা দাবির পক্ষে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের যুগেশ চন্দ্র সিং, এ্যাড সাইফুল ইসলাম পল্টু, এ্যাড দিলরুবা নূরী, সন্তেষ চন্দ্র সিং, গৌতম চন্দ্র মাহাতো, স্বপন কুমার সিং, হিরালাল সিং, প্রভাত চন্দ্র মালো, পলাশ বাগদী, রনজিৎ চন্দ্র মালো, আদিবাসী ছাত্র পরিষদের উত্তম কুমার সিং, সাগর কুমার সিং, সোনাতন বর্মণ, উজ্জ্বল মাহাতো, রিপন মাহাতো, নারী নেত্রী ববিতা বর্মণ প্রমূখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print