বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেনকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বগুড়া পুলিশ হাসপাতালে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় পুলিশ হাসপাতালের ইন্সপেক্টর শহিদুল ইসলামকে কোর্ট ইন্সপেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপার জেদান আল মুসা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
এনসিএন/বিআর
