বাংলাদেশের অহংকার-গৌরবের সমীকরণ স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে আগামী ২৫ জুন বগুড়া জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বগুড়ায় চলছে ব্যাপক প্রস্তুতি। এই অনুষ্ঠানকে ঘিরে বগুড়ায় এখন সাজ সাজ রব।
এদিকে পুলিশ প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করবে বলে জানান জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। তিনি বলেন, জেলার গুরুত্বপূর্ণ স্থানে ব্লক রেড দেয়া হবে। পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে তল্লাসী চৌকি বসানো হবে।
তিনি আরও বলেন, স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে নাশকতার ব্যাপারে থাকবে ব্যাপক নজরদারি। দিনভর থাকবে আনন্দ র্যালী, মুজিব মঞ্চে থাকবে নাটিকা, নৃত্য, কনসার্ট ও আতশবাজি।
বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ স্বপ্নের পদ্মা সেতু। এই সেতু বাঙালীর অহংকার । তাই একে স্মরনীয় বরনীয় করে রাখতে বগুড়ায় নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
জানা যায়, ২৫ জুন সন্ধ্যা ৬টায় আলতাফুন্নেছা খোলার মাঠ মঞ্চে নাটিকা, নৃত্য, র্যালী এবং কনসার্ট অনুষ্ঠিত হবে। এছাড়াও রাত ১০টায় বগুড়ার আকাশে আতশবাজির অপূর্ব সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন হাজারো মানুষ।
উল্লেখ্য, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী কর্তৃক সকাল ১০ টায় মাওয়া ও জাজিরা প্রান্তে যখন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন ঠিক তখন বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠান উদযান করা হবে।
এদিন পদ্মা সেতুর উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি বড় পর্দায় প্রদর্শিত হবে বলেও জানা গেছে।
এনসিএন/এএ/এআইএ
