লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিরাজ মিয়া (২৪) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার (২০ জুন) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার একরামুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে একজনকে সঙ্গে নিয়ে পাটগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন মিরাজ মিয়া। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিরাজের মৃত্য হয়। মোটরসাইকেলে থাকা অপরজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে মিরাজ মিয়া নামে একজন নিহত হয়েছেন এবং অপর একজনকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
