বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে বগুড়া জেলা ফুটবল দল ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম্যান্স দেখিয়ে ৩-১ গোলে পরাজিত করেছে পাবনা জেলা দলকে।
রবিবার (১২ অক্টোবর) শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ম্যাচে এই জয়ে তৃতীয় রাউন্ডে উঠেছে স্বাগতিক বগুড়া।
প্রথমার্ধের ১৩ মিনিটে ১০ নম্বর জার্সিধারী মঈন গোল করে বগুড়াকে এগিয়ে নেন। এরপর দ্বিতীয়ার্ধে আল আমিন ও শান্ত আরও দুটি গোল করে ব্যবধান বাড়ান। পাবনার হয়ে একমাত্র গোলটি করেন শিমুল।
বগুড়ার গোলরক্ষক রাকিব দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। জেলা প্রশাসক হোসনা আফরোজা তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
ম্যাচ শেষে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, “বগুড়ার ক্রীড়াঙ্গন অত্যন্ত সমৃদ্ধ। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা সব সময় খেলোয়াড়দের পাশে থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস। সভাপতিত্ব করেন বগুড়া ডিএফএ’র ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা আবু হায়াত হিরু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোসাদ্দেক হোসেন, সদস্য মমিনুর রশিদ শাহিন, ক্রীড়া সংগঠক মাকসুদুল আলম বুলবুল, শহিদুল ইসলাম স্বপন ও আতিক প্রমুখ।
খেলা পরিচালনা করেন নাজমুল হুদা, সহকারী রেফারির দায়িত্বে ছিলেন রফিক হাসান ও টিআই সামি। চতুর্থ রেফারি ছিলেন সোহাগ আলী। ধারাভাষ্য প্রদান করেন শ্রাবন আহম্মেদ মজনু।