ডিসেম্বর ১, ২০২৫ ৭:০০ পূর্বাহ্ণ

পাহাড় ধস: বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ

Oplus_16777216
Oplus_16777216

ভারী বর্ষণের ফলে সড়কে পাহাড় ধসে রাঙামাটির বাঘাইছড়ির সঙ্গে খাগড়াছড়িসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার (৩ আগস্ট) সকালে পাহাড় ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানায়, গত রাত থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯ মাইল, ১০ মাইল ও ১৪ মাইল এলাকায় পাহাড়ের মাটি ধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ছোট বড় সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ভারী বর্ষণে সড়কের বেশ কিছু জায়গায় পাহাড়ে মাটি ধসে পড়েছে। চলতি মৌসুমে কয়েকবার এমন ঘটনা ঘটেছে। সড়ক বিভাগে জনবল পাঠানো হয়েছে। মাটি সরানোর কাজ শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হবে।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print