মে ২৪, ২০২৫ ৩:০৬ পিএম

পুলিশভ্যান থেকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিলেন শ্রমিক দল নেতা

Oplus_16908288
Oplus_16908288

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের ভ্যান থেকে কবির জোমাদ্দার নামে ছাত্রদলের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ মে) দুপুরে উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ানের মঞ্জু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে।

‎ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

‎ছিনিয়ে নেওয়া কবির জোমাদ্দার পিরোজপুর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি।

‎পুলিশ সূত্রে জানা যায়, ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া ইউনিয়ানে মোর্শেদা বেগম নামে এক নারীর জমি স্থানীয় রশিদ আকনের স্ত্রী রহিমা বেগম একাধিক লোক দিয়ে দখল করার সময় মোর্শেদা বেগম পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে সহায়তা চান। পরে ভান্ডারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক লাল হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নাছির নামে একজনকে জমির গাছ কাটতে নিষেধ করেন। তবে কথা না শুনে গাছ কাটার কারণে পুলিশ নাছিরকে আটকের চেষ্টা করেন।

এ সময় ছাত্রদল নেতা কবিরের সহায়তায় নাছির ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ ছাত্রদল নেতা কবিরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে উপজেলার মঞ্জু মার্কেটের সামনে নাছির এবং তার ছোট ভাই ভান্ডারিয়া উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি নজরুল ইসলাম লোকজন নিয়ে পুলিশের গাড়ি গতিরোধ করে কবিরকে সেখান থেকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের এসআই মানিক লাল হাওলাদার ও কনস্টেবল মানস কুমার দাস আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে নাছির ও নজরুলকে আটক করে থানায় নিয়ে আসে।

‎এ বিষয়ে ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া ও পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। এ ছাড়াও মোরশেদা বেগমের জমি জোর করে দখলের ঘটনায় আরও একটি মামলা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print