অক্টোবর ১, ২০২৫ ১০:৩৫ এএম

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ভারতে

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ স্কুল ক্রিকেট দল। ইতোমধ্যেই তারা ভারতের মুম্বাইয়ে পৌঁছে গেছে। এ সফরে ২টি তিন দিনের এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বিসিবির স্কুল ক্রিকেট দল।

আজ মুম্বাই পৌঁছে হোটেলে বিশ্রাম নিচ্ছে তারা। আগামীকাল শচীন টেন্ডুলকার জিমখানায় অনুশীলন করবে দল। একই ভেন্যুতে ২৮ এপ্রিল তিন দিনের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।

১মে একদিনের বিরতি দিয়ে ২মে থাকছে ঐচ্ছিক অনুশীলন। পরের দিন ৩মে থেকে শুরু হবে বাকি তিন দিনের ম্যাচটি। লাল বলের এই ম্যাচ শেষে ৬মে বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। এরপর ৭ মে আবারও অনুশীলন করবেন তারা।

৮ মে থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৯ ও ১১মে সিরিজে বাকি দুই ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রায় দুই সপ্তাহের সফর শেষে আগামী ১২মে দেশে ফেরার কথা রয়েছে বিসিবি স্কুল ক্রিকেট দলের।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print