“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, স্বযত্নে তোমায় রাখবো আগলে” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।
এসময় সহকারী কমিশনার(ভূমি) নাবিলা ফেরদৌস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা অফিসের ফিল্ড সুপার ভাইজার রেজাউল করিম শাহ সহ অর্ধশতাধিক প্রবীণ ব্যক্তি উপস্থিত ছিলেন।