সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:০৭ পিএম

পোরশায় নকল ঔষুধ তৈরির কারখানার সন্ধান, আটক ১

Oplus_16908288
Oplus_16908288

চার বছর ধরে নওগাঁর পোরশায় নকল ঔষুধ তৈরি করে বাজারজাত করছিলো ভিলেজ এগ্রোভেট নামে একটি কারখানার মালিক শহিদুল ইসলাম।

সে উপজেলা নিতপুর বাংগালপাড়ার মাইনুল ইসলামের ছেলে।

নিতপুর স্কুল এন্ড কলেজের পাশের এলাকায় ৮৯৩ লাইসেন্স নং ব্যবহার করে ওই নকল ঔষুধ কারখানা পরিচালণা করা হচ্ছিল। খবর পেয়ে ওই খারখানায় অভিযান চালিয়ে মূলহোতা শহিদুল ইসলামের সহযোগী তার বড় ভাই রবিউল ইসলাম (৩৮)কে আটক করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। এসময় জব্দ করা হয় বিভিন্ন ঔষুধ ও ঔষুধ তৈরির সরঞ্জাম।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম জানান, এসব ঔষুধ বিভিন্ন মাধ্যমে বাজারজাত করা হতো। শহিদুল ইসলামের নিজ বাড়িতে বিভিন্ন প্রকার নকল ওষুধ তৈরির খবর পেয়ে রবিবার দুপুরের দিকে অভিযান চালিয়ে নকল ওইসব ঔষুধ, ঔষুধ তৈরীর সরঞ্জাম সহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানটি সিলগলা করা হয়েছে বলে তিনি জানান।

অভিযান পরিচালনার সময় ঔষুধ প্রশাসন নওগাঁ জেলা কার্যালয়ের ঔষুধ তত্তাবধায়ক শাকিল আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print