ডিসেম্বর ১, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

পোরশায় বিএনপির অফিস পোড়ানোর মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

নওগাঁর পোরশা নিতপুর ইউনিয়ন বিএনপির অফিস পোড়ানোর মামলায় আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, গাঙ্গুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মিছিরা গ্রামের মৃত লুৎফর রহমানের রহমানের ছেলে খাইরুল ইসলাম (৪৫) এবং নিতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খৌদ্দগানইর গ্রামের হাদিউর রহমানের ছেলে হাসান (৫০)।

পোরশা থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, ৩ নভেম্বর দিবাগত রাতে উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির অফিস পোড়ানো হলে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাইদুর রহমান বাদি হয়ে ৬০জনের নাম উল্লেখ এবং ৮০/৯০ জনকে অজ্ঞাতনামা আসামি করে পোরশা থানায় মামলা দায়ের করেন। ফলে হাসানকে তার নিজ বাড়ি এবং খাইরুল ইসলামকে বৃহস্পতিবার সকালে সরাইগাছি মোড় থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতদের বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print