নওগাঁর পোরশা উপজেলার ছাওড় বলদাহার (কামারধা) গ্রামে দিনে-দুপুরে একটি বাড়িতে ঢুকে চুরি করার সময় ধরা পড়েছে কুখ্যাত মলমপার্টির দুই নারী সদস্যসহ তিনজন।
গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে স্থানীয় নাজমুল হকের বাড়িতে প্রবেশ করে তারা চুরির চেষ্টা চালায়।
এ সময় বাড়িতে একা থাকা নাজমুলের স্ত্রী সাথী খাতুন তাদের সন্দেহজনক আচরণ বুঝতে পেরে চিৎকার শুরু করেন। তার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে দুই নারী ও একজন পুরুষকে ধরে ফেলে। পরে গ্রামবাসী তাদের পোরশা থানা পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কালুপুর গ্রামের মহির উদ্দিনের মেয়ে রোকসানা (৪০), একই এলাকার নাইমুদ্দিনের স্ত্রী জোসনা (৫০), এবং হোগলা গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে নাসিম (৪৫)। নাসিম পেশায় একজন সিএনজি চালক।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।