অক্টোবর ১৫, ২০২৫ ৩:৫১ এএম

১১ লক্ষ টাকার মালামাল জব্দ, মালিক অজানা

পোরশা সীমান্তে স্টিয়ারিং গাড়িসহ ৩ ভারতীয় মহিষ আটক

Oplus_16908288
Oplus_16908288

নওগাঁর পোরশা সীমান্তে ভারত থেকে চোরাইপথে আনা মালিকবিহীন তিনটি মহিষ ও একটি স্টিয়ারিং গাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৫ অক্টোবর) ভোরে বিজিবির ১৬ নং ব্যাটালিয়নের নিতপুর বিওপি টহল দল এই অভিযান চালায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিতপুর বিওপি টহল দল সীমান্ত মেইন পিলার ২২৯ থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার পোরশা উপজেলার মনোহরপুর পাকা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানকালে একটি স্টিয়ারিং গাড়ি ও তাতে থাকা ২টি মাঝারি আকৃতির ও ১টি ছোট আকৃতির ভারতীয় মহিষ জব্দ করা হয়। মহিষগুলো কোনো ব্যক্তির মালিকানাধীন নয় বলে জানা গেছে।

অভিযান পরিচালনা করেন টহল কমান্ডার হাবিলদার আব্দুল রসুল, তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। জব্দকৃত স্টিয়ারিং গাড়ি ও মহিষগুলোর আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে নিতপুর বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান বলেন, “বিজিবি নিয়মিত চোরাচালান রোধে টহল ও নজরদারি জোরদার করেছে। আটককৃত ৩টি ভারতীয় মহিষ এবং স্টিয়ারিং গাড়িটি কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।”

সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি’র এমন তৎপরতা স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print