আগস্ট ২১, ২০২৫ ৬:৫২ পিএম

প্রথমবারের মত প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Oplus_16777216
Oplus_16777216

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভাইস চ্যান্সেলর) নিয়োগের পর প্রথম বরাদ্দ মিললো। গত ১৮ আগস্ট অর্থমন্ত্রনালয়ের অর্থ বিভাগ বাজেট-১ অনুবিভাগ বাজেট-২ শাখার সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এর অনুকূলে ৪ কোটি ৬৭ লাখ টাকার বরাদ্দ প্রদান সংক্রান্ত এই তথ্য জানানো হয়েছে।

সূত্র উল্লেখ করা হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আওতায় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নিমিত্ত ২০২৫-২৬ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধীন ‘১২৫০১-১৩১০০৫২০১-বিশ্ববিদ্যালয় সমূহ’ এর অনুকূলে বরাদ্দকৃত অর্থ হতে মোট চার কোটি সাতষট্টি লাখ টাকা বরাদ্দ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ প্রসঙ্গে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান বলেন, “বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের জন্য বাড়ি ভাড়া এখনো করা হয়নি। বসার মত কোন জায়গা এখনো হয়নি। যে বরাদ্দের কথা বলা হয়েছে তা বিভিন্ন খাত অনুযায়ী ছাড় হবে। এই বরাদ্দ থেকে বাড়ি ভাড়া থেকে শুরু করে বেতন ভাতাসহ আর্থিক অন্য সব কাজ করা হবে।”

বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা আজ বুধবার (২০ আগস্ট) জানান, “বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখনো অনেক কাজ বাকী। প্রাথমিক ভাবে ৪ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ মিলেছে। ভবিষ্যতে আরও বরাদ্দ আসবে।”

উল্লেখ্য, ২০০১ সালের ১৫ জুলাই জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। বিভিন্ন বাধার কারণে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে। ২০২৩ সালের ১০ মে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বাস্তবায়নের জন্য সরকার এসআরও জারি করে।

এরপর পর্যায়ক্রমে ভিসি নিয়োগ ও বরাদ্দের টাকা আসা শুরু হলো প্রথমবার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print