মে ১৩, ২০২৪ ৪:০৭ পিএম

প্রেম ও দ্রোহে দেবীকে সাজিয়েছেন শাকিল

প্রেম ও দ্রোহে ‘দেবী’-কে সাজিয়েছেন লেখক ও তরুণ পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। এটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ। বইটি অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে।

জানা গেছে, প্রেম ও দ্রোহ নিয়ে দেবীতে ৮৮টি কবিতা রয়েছে। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি প্রকাশ করেছে শোভা প্রকাশনী। এর দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন শাকীর এহসানুল্লাহ।

অমর একুশে বইমেলা-২০২৩, রকমারি ডট কম, কবি ও শোভা প্রকাশে বইটি পাওয়া যাবে বলে জানা গেছে।

ইকরামুল হাসান শাকিল বলেন, ‘প্রতিটি নতুন বই আমার কাছে সন্তানের মতো। যখনই আমার লেখা নতুন বই প্রকাশিত হয়, তখন আমার বুকটি কেঁপে উঠে। আমি আনন্দিত ও অনুপ্রাণিত হই।’

তিনি আরও বলেন, আমার উপর আস্থা রাখায় প্রকাশক মিজানুর রহমান ভাইকে ধন্যবাদ জানাই। এই বইটি আমার লেখা দ্বিতীয় কবিতার বই। আশা করছি, সবাই বইটি দারুণভাবে গ্রহণ করবেন।

প্রসঙ্গত, এর আগে ইকরামুল হাসান শাকিলের ‘হেয়ালী ফেরা’ নামের একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। এছাড়াও তার লেখা ভ্রমণ সাহিত্য ‘হিমলুং শিখরে’, ‘মাউন্ট কেয়াজো-রি: শিখরে বাংলাদেশ’, ‘পদচিহ্ন এঁকে যাই’ ও ‘পর্বতাভিযানে শ্বাসরুদ্ধকর পনেরো ঘণ্টা’ বইগুলো রয়েছে।

এনসিএন/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print