মে ২১, ২০২৪ ১২:৪৯ এএম

ফের করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী

জাস্টিন ট্রুডো
জাস্টিন ট্রুডো। ছবি: ইন্টারনেট

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই আইসোলেশনে আছেন তিনি। অবশ্য কোভিড-১৯ পজিটিভ হলেও ট্রুডোর শারীরিক পরিস্থিতি ভালো রয়েছে।

গতকাল সোমবার (১৩ জুন) কানাডীয় এই প্রধানমন্ত্রী নিজেই এই তথ্য সামনে এনেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে চলতি বছরের জানুয়ারিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার করোনা পজিটিভ হওয়ার তথ্য জানিয়ে বলেছেন, ভাইরাসে আক্রান্ত হলেও কোভিড-১৯ টিকা দেওয়ার কারণে ভালো বোধ করছেন তিনি।

টুইটারে দেওয়া এক বার্তায় উত্তর আমেরিকার এই দেশটির প্রধানমন্ত্রী বলেন, ‘আমি করোনা শনাক্তকরণ পরীক্ষায় পজিটিভ হয়েছি। আমি আইসোলেশনে আছি এবং করোনা রোগীদের বিষয়ে জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করবো।’

তিনি আরও বলেন, ‘আমি ভালো বোধ করছি, কিন্তু সেটি কেবল টিকা নেওয়ার কারণেই। সুতরাং, আপনি যদি না নিয়ে থাকেন, তাহলে টিকা নিন – এবং যদি পারেন, তাহলে বুস্টার ডোজ নিয়ে নিন।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print