বগুড়া-৫ ও বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মো: সিরাজ বলেন, বাংলাদেশের অর্থনীতিকে এক সময় ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল ফ্যাসিবাদী শাসক হাসিনা। কিন্তু আল্লাহর রহমতে আমরা সেই অন্ধকার সময়কে পেছনে ফেলে আবারও ঘুরে দাঁড়াতে পেরেছি। ১৮ কোটি মানুষ একতাবদ্ধ হয়ে একসঙ্গে, এক কণ্ঠে বলে উঠেছে আর নয় ফ্যাসিবাদ! এই ঐক্য আমাদের জন্য শুধু একটি প্রতিরোধই নয়, এটি আমাদের কাঙ্ক্ষিত ভবিষ্যতের দিকেও নিয়ে যাচ্ছে। আমরা চাই, আর কখনো যেন ফ্যাসিস্ট শাসনের পুনঃউত্থান না ঘটে।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে শেরপুর উপজেলা বিএনপি সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন আমরা একটি মানবিক, উন্নয়নমুখী, গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যেখানে নেতৃত্ব আসবে দেশ মাতার প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে। তারেক রহমান মায়ের চোখ দিয়ে দেশকে দেখেন, সেই ভালোবাসা, সেই স্বপ্ন থেকেই তিনি গড়তে চান একটি সুশাসনের বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থান আমাদের আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ইতিহাস। এটি শুধু স্মরণ নয়, নতুন প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত করার প্রেরণা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার আন্দোলনে এই গণঅভ্যুত্থান আমাদের পথ প্রদর্শক হয়ে থাকবে।
বিজয় মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শ্লোগানে মুখর ছিল পুরো শহর। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভী, শেরপুর উপজেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ গোলাম মাহবুব প্যারিস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, সাংগঠনিক মামুনুর রশিদ আপেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান নিলু, তৌহিদুজ্জামান পলাশসহ সকল ইউনিয়নের নেতাকর্মী।