এপ্রিল ১৯, ২০২৪ ৩:০০ পিএম

শাজাহানপুরে মৎস্য হ্যাচারি মালিককে জরিমানা

বগুড়ার শাজাহানপুরে অনুমোদন না নিয়ে মৎস্য হ্যাচারি পরিচালনা করায় একটি হ্যাচারি মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে গোহাইল খাদাশ গ্রামে রেজাউল করিমের হ্যাচারিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানজিদা মুস্তারী এ অভিযান পরিচালনা করেন।

এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান এবং থানার উপপরিদর্শক ও সঙ্গীয় ফৌর্স উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি শানজিদা মুস্তারী বলেন, মৎস্য অধিদপ্তরের নিবন্ধন ছাড়া হ্যাচারি পরিচালনা করায় মৎস্য হ্যাচারি আইন, ২০১০ এর আওতায়  হ্যাচারি মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।ভবিষ্যতের জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান বলেন,জনস্বার্থে উপজেলা ব্যাপী আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print