ডিসেম্বর ১, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর অভিযান

বগুড়ায় অপহৃত ৩ শিক্ষার্থী উদ্ধার, দেশীয় অস্ত্রসহ চারজন আটক

Oplus_16777216
Oplus_16777216

বগুড়া শহরে তিন শিক্ষার্থীকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। অভিযানে অপহৃত শিক্ষার্থীদের সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার বগুড়া সদর সেনা ক্যাম্পের এ তথ্য নিশ্চিত করেন ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ। নিরাপত্তার স্বার্থে তিন শিক্ষার্থীর পরিচয় গোপন রাখা হয়েছে।

বৃহস্পতিবার বগুড়া শহরের মালতিনগর এলাকায় তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল কথিত কিশোর গ্যাং। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযানে নামে সেনাবাহিনীর টহল দল। রাতে মালতিনগর মহল্লায় অভিযান চালানো হয়। সেনা তৎপরতায় উদ্ধার হয় অপহৃত তিন শিক্ষার্থী। হাতেনাতে ধরা পড়ে সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠীর চার সদস্য।

অপহরণের ঘটনায় জড়িত ও আটককৃতরা- শহরের মালতিনগর মহল্লার আবির হোসেন বিদ্যুৎ (২৭), ওয়াজ মন্ডল (৩৬), মাসুম আলম নাইম (২৭) এবং মেহেদী হাসান (২৩)।

তাদের হেফাজত থেকে ৮টি ধারালো দেশীয় অস্ত্র, তিনটি নন-জুডিশিয়াল (ফাঁকা) স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি ব্যাংক চেক, একটি কম্পিউটার সেট, ১৩টি সিম কার্ড, বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার হয়। সেনাবাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় অপহরণ পরিস্থিতির অবসান ঘটে। আটককৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print