অক্টোবর ১, ২০২৫ ১২:৪০ এএম

বগুড়ায় আঞ্চলিক স্কুল সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

Oplus_16908288
Oplus_16908288

বাংলাদেশ স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আঞ্চলিক স্কুল সাঁতার প্রতিযোগিতা শনিবার দুপুরে বগুড়া সুইমিংপুলে অনুষ্ঠিত হয়।

সাঁতার প্রতিযোগিতা বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি পরিচালক (মাধ্যমিক) মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী প্রফেসর ডক্টর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলী মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ তোছাদ্দেক হোসেন, বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ আব্দুল ওয়াহেদ সরকার ,বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৰিট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সাহাবুদ্দিন সৈকত বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফজলে রাব্বি প্রমুখ।

আঞ্চলিক সাঁতার প্রতিযোগিতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮০ জন সাঁতারু অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ৰীট মডেল স্কুলের ইসরাত জাহান বর্ষা এবং বালক বিভাগে একই বিদ্যালয়ের নিরব হোসেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print