সেপ্টেম্বর ১০, ২০২৫ ১০:২১ এএম

বগুড়ায় আত্মগোপনে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি হত্যা মামলার আসামি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আজমল হোসেন প্রামাণিক (৪৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াই টার দিকে দুপচাঁচিয়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে সিও অফিস সংলগ্ন ঊষা প্লাজার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মোঃ আজমল হোসেন প্রামাণিক চামরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি কোলগ্রাম গ্রামের মোঃ ফরাজ আলী প্রামানিকের ছেলে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

থানা পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দুপচাঁচিয়া থানার মামলা নং- ০৬, তারিখ- ১৭/০৮/২০২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩০২/৩৪ দণ্ডবিধি অনুযায়ী মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানিয়েছে, তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ার পর তাকে গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর মোঃ আজমল হোসেন প্রামাণিককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মামলার অন্যান্য আসামিদেরও শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print