ডিসেম্বর ১, ২০২৫ ১০:৫১ পূর্বাহ্ণ

বগুড়ায় উপজেলা আ. লীগের সাবেক সভাপতির চার বছরের কারাদণ্ড

বগুড়ার শিবগঞ্জে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের দায়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হককে চার বছরের সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন বিদ্যুৎ আদালত।

বুধবার (৯ জুলাই) দুপুরে বগুড়ার বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

আজিজুল হক শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার বানাইল মহল্লার মৃত মোজাম্মেল হকের ছেলে।

বগুড়ার বিদ্যুৎ আদালতের পেশকার সৈয়দ শফিউল আলম রায় প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলায় বলা হয়, গত বছরের ১১ নভেম্বর দুপুরে পৌর এলাকার বানাইল কলেজ পাড়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মিটার পরিদর্শনে দেখতে পান আজিজুল হক তার নিজ বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে আনুমানিক ১৮ মাস ধরে অবৈধভাবে ১১টি ফ্যান, ২৯টি লাইট, ২টি ফ্রিজ, ১টি টিভি, ১টি এসি, ১টি রাইচকুকার ও ১টি পানির পাম্পে বিদ্যুৎ ব্যবহার করে

১১ লাখ ৩২ হাজার ৫৮৪ টাকা অবৈধ বিদ্যুৎ ব্যবহার সরকারি রাজস্ব ক্ষতি সাধন করেছেন।

এ ঘটনায় শিবগঞ্জ উপজেলা নেসকোর বিদ্যুৎ সরবরাহ এলাকার সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত বুধবার ওই মামলা সাক্ষ্য-প্রমাণ শেষে এই রায় ঘোষণা করেন।

বিদ্যুৎ আদালতের পেশকার সৈয়দ শফিউল আলম জানান, আসামী পলাকত থাকায় যেদিন গ্রেফতার বা আত্মসমপর্ন করবেন সেদিন থেকে রায় কার্যকর করা হবে। তবে বর্তমানে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ, ৫ আগস্টের পর থেকে আজিজুল হক পলাতক রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও নাশকতা বিস্ফোরক দ্রব্য আইনে প্রায় ৯/১০ টি মামলা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print