ডিসেম্বর ১, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ

বগুড়ায় উপজেলা যুবদল সভাপতির ওপর মুখোশধারী হামলার ঘটনায় জেলা যুবদলের বিক্ষোভ  

Oplus_16777216
Oplus_16777216

বগুড়া সদর উপজেলা যুবদল সভাপতি অতুল চন্দ্র দাসের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে একদল মুখোশধারী দুর্বৃত্ত। গুরুতর আহত যুবদল নেতাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। 

বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের শহিদ খোকন পার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর প্রতিবাদ স্লোগানে উত্তাল হয়ে ওঠে শহর।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি এ্যাড. এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, যুগ্ম-সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, জুম্মান শেখ, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, বাবুল প্রধান; সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম শাফিন, কিশোর হাসান সনি, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, মহরম হাসান টফিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সহ-প্রচার সম্পাদক এস. এম. রিপন, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন; তথ্য ও গবেষণা সম্পাদক আল আমিন শানু, সহ-আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান জিতু; সহ-সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ, কৃষি বিষয়ক সম্পাদক হেলাল, সহ-শ্রম সম্পাদক সোহাগ মাহমুদ, পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক রেদওয়ানুল হক হৃদয়, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আল রাজীব, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মামুনুর রশিদ মামুন; সদস্য ফিরোজ আলম বাবলা, মেহেদী হাসান জুম্মান, আরিফুর রহমান তালাশ, হামিদুর রহমান হিমেল।

আরো উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু এবং বগুড়া সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম-আহ্বায়ক শাহ আলম, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, আবু সিনহা, রিয়ন জোয়ার্দার, উজ্জ্বল সরকার সহ ২৪টি ইউনিটের সকল নেতৃবৃন্দ।

এরআগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের উপকণ্ঠে সাবগ্রাম হাটে সদর উপজেলা যুবদল সভাপতি অতুল চন্দ্রের ওপর বর্বর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে, জানিয়েছেন স্থানীয়রা। এই হামলা পরিকল্পিত দাবি করেছেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার দাবিতে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলা ঘটনার আগে শহরে বিএনপির দলীয় কার্যালয় থেকে সাবগ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন যুবদল নেতা অতুল। পথিমধ্যে সাবগ্রাম হাটে ফার্মেসীর সামনে মোটরসাইকেল রেখে ওষুধ নিচ্ছিলেন। এসময় কয়েকটি মোটরসাইকেলে একদল মুখোশধারী দুর্বৃত্ত এসে আকস্মিকভাবে যুবদল নেতার ওপর হামলা করে। অতুল চন্দ্রের মাথাসহ শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা গুলি ছুঁড়ে আতঙ্ক ছড়িয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় সদর উপজেলা যুবদল সভাপতি অতুলকে উদ্ধার করে প্রথমে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন করেন চিকিৎসকরা। চিকিৎসার সার্বিক খোঁজখবর নিচ্ছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

বগুড়া সদর থানার ওসি মো. হাসান বাসির বলেন, যুবদল নেতা অতুলের ওপর হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। হামলার সঠিক কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। ঘটনাস্থলে গুলিবর্ষণের কথা বলা হচ্ছে, বিষয়টি সঠিক নয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print