সেপ্টেম্বর ৯, ২০২৫ ১০:১৮ এএম

বগুড়ায় উপ-সচিবের ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বেতুয়ারকান্দী গ্রামের হাফিজুর রহমান ওরফে ঢোরা’র ছেলে, উপ-সচিব আবু নাসার উদ্দিনের ছোট ভাই ও ঠিকাদার হাসিবুর রহমান রাসেলের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন রাসেল। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের কবর নিয়ে অনিয়ম অনুসন্ধান করতে গেলে এক সাংবাদিককে হত্যার হুমকি দেন তিনি।

এর আগে দুর্গাহাটা ব্রিজ থেকে বেতুয়ারকান্দী ব্রিজ সংযোগ সড়কের কাজে স্থানীয় বাসিন্দা মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আমিরুল ইসলামকে মারধরের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে।

আমিরুল ইসলাম বলেন, “আমার জায়গার উপর দিয়েই রাস্তা নির্মাণ হয়। ঘরের পাশে বালু রাখায় বৃষ্টির পানি ঢুকে পড়ছিল। বালু সরাতে বলায় ঠিকাদার রাসেল আমাকে মারধর করেন। মামলা করতে চাইলে নানা হুমকি দেন। পরে স্থানীয়রা মিমাংসা করে দেন। ক্ষমা করা মহৎ কাজ ভেবে আমি বিষয়টি ক্ষমা করে দিয়েছিলাম।”

অভিযোগ রয়েছে, সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা গ্রামের রবিন আকন্দ বেতুয়ারকান্দীতে বাড়ি করতে গেলে রাসেল বাধা দেন। এমনকি সড়ক নির্মাণকাজের ইট চুরির অভিযোগ তুলে তাকেও মারধর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রবিন আকন্দের স্ত্রী সৃষ্টি বেগম।

অভিযোগের বিষয়ে ঠিকাদার হাসিবুর রহমান রাসেল বলেন, “আমি কখনো ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলাম না। কোনো নির্বাচনের প্রচারণাও করিনি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি আমার ভাই উপ-সচিবের নামও কখনো ব্যবহার করিনি।”

সকল বিষয় নিয়ে ঠিকাদার হাসিবুর রহমান রাসেলের বড় ভাই, খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ শাখার দায়িত্বে থাকা উপ-সচিব আবু নাসার উদ্দিনের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print