অক্টোবর ১, ২০২৫ ১২:৪২ এএম

বগুড়ায় এনসিপির ‘জুলাই পদযাত্রা ও পথসভা’, আসছেন নাহিদসহ কেন্দ্রীয় নেতারা

Oplus_16908288
Oplus_16908288

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আয়োজনে আগামী ৫ জুলাই বগুড়ায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠিত হবে। পদযাত্রা ও পথসভায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও বগুড়া জেলার প্রধান সমন্বয়কারী সাকিব মাহদী।

তিনি বলেন, গত ৫ জুন “আপনার অনুদানে আগামীর বাংলাদেশ” ক্যাম্পেইনে আমরা বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রাউডফান্ডিং মডেল সূচনা করি। যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে আপনার টাকায় এনসিপি চলবে বলে আমরা ঘোষণা দিয়েছিলাম। নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে গত অল্প কয়েক দিনে দেশ ও বিদেশ থেকে আপনারা আমাদের ওয়েবসাইট ও মোবাইল ব্যাংকিং মাধ্যমে প্রায় ২১ লক্ষ টাকার মতো অনুদান দিয়েছেন। সেই অনুদানে ২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সারা দেশব্যাপি ১লা জুলাই থেকে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শুরু করেছে। কর্মসূচিটি চলবে ৩০ জুলাই পর্যন্ত।

সাকিব মাহদী আরও বলেন, শহীদের কবর থেকে শুরু করে সাধারণ মানুষের উঠান পর্যন্ত পৌঁছে যাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক। এই পদযাত্রার মাধ্যমে এনসিপি সেই সাহসী ছাত্র-জনতার কথা শুনতে চায় যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে পরিবর্তনের ঝড় তুলেছিল। এনসিপি জানতে চায়, জনগণ কেমন বাংলাদেশ চায়, নতুন ধারার রাজনীতি নিয়ে তাদের ভাবনা কী এবং তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তাদের স্বপ্ন ও প্রত্যাশা কী।

এ পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল)- সার্জিস আলম, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনীম জারা সহ শতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলন এনসিপি বগুড়ার যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহিত তাকি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print